দূরবীণ নিউজ প্রতিবেদক :
‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ৪ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন। নতুন ১৮টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজানো হছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়েছে। নতুন অঞ্চলে আধুনিক নগরের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।’
রোববার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর তুরাগে কামারপাড়া প্রাইমারী স্কুল মাঠে তুরাগ থানা এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশের সর্বত্রই উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই মহাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করেছেন, মেট্রোরেলের কাজ প্রায় সম্পন্ন।’
নতুনভাবে যুক্ত ১৮টি ওয়ার্ড তাঁর উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন অঞ্চলগুলির চেহারা বদলে ফেলা হবে। গুলশানের মতো এলাকা তৈরী হতে ৩০ বছর লেগেছে। এই অঞ্চলের অবস্থা বদলাতে এতো সময় লাগবে না। সবার সহযোগিতা পেলে অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়াবো।’
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।