দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সড়ক ও ফুটপাতের উপর থেকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) দুপুর ১২টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ইতোপূর্বে ও ওই সব অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আবারও সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে।
যাফলে বৃহস্পতিবার পুনরায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করার পরে অন্যরা ফুটপাত ও সড়ক খালি করে দ্রুত চলে যায়।
এছাড়া ফার্মগেট হতে বিজ্ঞান কলেজ হয়ে কারওয়ান সড়ক সম্প্রসারণের লক্ষ্যে একটি পানির হাউজও এসময় অপসারণ করা হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। #