দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) এলাকায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে ২০টি মামলায় মোট ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
আজ সোমবার( ১৭ মে) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়নের নেতৃত্বে মোবাইল কোর্টে ২টি মামলায় ১ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজমের নেতৃত্বে মোবাইল কোর্টে ৬টি মামলায় ৫১ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাত ফেরদৌসের নেতৃত্বে মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্টে ৬ টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৬ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলীর নেতৃত্বে মোবাইল কোর্টে ২টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওইসময় মোবাইল কোর্ট মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।