দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের গত সাড়ে ৫ মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দৈনিক মজুরী ভিত্তিক মাষ্টাররোল ৫ জন শ্রমিক ও কর্মীকে বিভিন্ন অপরাধে চাকুরীচ্যুত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুন) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক অফিস আদেশে মাদকদ্রব্য বহনের অভিযোগে ডিএনসিসির পরিবহন বিভাগের দৈনিক মজুরী ভিত্তিক মাষ্টাররোল শ্রমিক/কর্মী (গাড়ি চালক) মোঃ হোসেন মিয়াকে গত ০৪/০৬/২০২১ইং তারিখে চাকুরীচ্যুত করা হয়।
গত ২৩ মে ডিএনসিসির অফিস আদেশে দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ৫ এর দৈনিক মজুরী ভিত্তিক ক্লিনার বর্তমানে পরিবহন বিভাগে কর্মরত মোঃ ফরিদ হোসেন হাওলাদারকে চাকুরীচ্যুত করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারি ডিএনসিসির অফিস আদেশ মোতাবেক জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক/কর্মী মোঃ সাগরকে চাকুরীচ্যুত করা হয়।
গত ১০ জানুয়ারি ডিএনসিসির অফিস আদেশ মোতাবেক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত জনিত কারণে সম্পত্তি বিভাগের (কাজ করলে মজুরী না করলে নাই ভিত্তিতে) নিয়োজিত অদক্ষ শ্রমিক (উচ্ছেদ শ্রমিক) আব্দুর রাজ্জাককে চাকুরীচ্যুত করা হয়। তিনি ত ০৪/০৯/২০২০ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
গত ১০ জানুয়ারি ডিএনসিসির অফিস আদেশ মোতাবেক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত জনিত কারণে ওয়ার্ড-৫ অঞ্চল-৭ এ (কাজ করলে মজুরী না করলে নাই ভিত্তিতে) নিয়োজিত অদক্ষ শ্রমিক (মশক কর্মী) হাসিবুল হাসানকে চাকুরীচ্যুত করা হয়। তিনি ২৫/০৮/২০২০ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তার নির্দেশেই ওই ৫ কর্মচারীকে চাকুরীচ্যুত করা হয়েছে।
#পেস বিজ্ঞপ্তি ।