দূরবীণ নিউজ প্রতিবেদক :
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর সেকশন ১ এ নেকিবাড়িরটেক নগর মাতৃসদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন যথাযথভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।
তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এক নজরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১১ জানুয়ারি ২০২০ এর কার্যক্রমঃ ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা-২০২০ সালে ৯০,৬২৬ টি; ২২ জুন ২০১৯ সালের অর্জন ৭৭,৮৪৯ (১০১.২৯%) ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা-২০২০ সালে ৪,৮৯,৫৬৪ টি; ২২ জুন ২০১৯ সালের অর্জন ৩,৯৯,০৬৮ (৯৩.৯৮%)।
মোট কেন্দ্র- ১,৪৯৯ টি; মোট স্থায়ী কেন্দ্র- ৪৯টি; মোট অস্থায়ী কেন্দ্র- ১৪৫০টি; মোট স্বাস্থ্য কর্মী/স্বেচ্ছাসেবী- ২৯৯৮ জন
প্রথম সারির সুপারভাইজার- ১৮৩ জন; দ্বিতীয় সারির সুপারভাইজার- ১০৩ জন; তদারককারী (কেন্দ্রীয়)- ১০ জন মোট লক্ষ্যমাত্রা ৫,৮০,১৯০ জন শিশু।
সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে তদাররিক জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ভিজিলেন্স টিম নিয়োজিত আছে। # কাশেম