দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্বের পরিধি বাড়াতে চলমান চিরুনি অভিযানে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৯৩২টি হোল্ডিং ও ৩৫৩টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এর মধ্যে ইতিপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি এ ধরনের হোল্ডিং সংখ্যা ৫৭টি এবং ১৪৬টি হোল্ডিং ইতিপূর্বে অ্যাসেসমেন্ট করা হলেও পরবর্তীতে হোল্ডিংগুলো সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারিত এসকল হোল্ডিংকে ট্যাক্সের আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার পরিদর্শনকৃত ৩৫৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৬১টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেনি এবং ১৫০টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে।
১ সেপ্টেম্বর শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৬ হাজার ৬৮টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩৭০টি হোল্ডিংয়ে ইতিপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি। এছাড়া ইতিপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হলেও ৮০৮টি ভবন পরে সম্প্রসারণ করা হয়েছে। এসকল ট্যাক্স অ্যাসেসমেন্ট বিহীন হোল্ডিং এবং সম্প্রসারিত হোল্ডিংগুলোকে ট্যাক্সের আওতায় আনা হবে।
এছাড়া ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৭৪৯টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৫১টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেনি এবং ৭০৫টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে। ব্যবসা পরিচালনার জন্য এসকল প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে হবে।
উল্লেখ্য, আর্থিক স্বনির্ভরতা অর্জন করে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে করের হার না বাড়িয়ে করের পরিধি (Tax Net) বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে ডিএনসিসি। এ লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী অঞ্চল-২ (মিরপুর) ও অঞ্চল-৫ (কাওরান বাজার) এ চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে।
ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও পরবর্তীতে এই চিরুনি অভিযান পরিচালিত হবে। এই চিরুনি অভিযানের মূল লক্ষ্য হচ্ছে, করের পরিধি বাড়ানো; বাদ পড়া হোল্ডিং বা প্রতিষ্ঠানকে করের আওতাভূক্ত করা; রাজস্ব বিভাগের কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বৃদ্ধি করা; রাজস্ব বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; এবং জনসাধারণকে পৌরকর প্রদানে উৎসাহ প্রদান করা।
চিরুনি অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরকে আহবায়ক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে যুগ্ম আহবায়ক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। একজন উপকর কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। # প্রেস বিজ্ঞপ্তি ।