বিশেষ প্রতিনিধি,দূরবীণ নিউজ:
টাঙ্গাইলে করোনাক্রান্তদের চিকিৎসা সেবার জন্য ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। একইসঙ্গে অসহায়, দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
আজ শনিবার (১৭ জুলাই) টাঙ্গাইল জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টারে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে রোগীদের অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা পরীক্ষাসহ রোগীদের বিভিন্নভাবে সহযোগিতা এবং দরিদ্রদের জন্য ত্রাণ সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা করোনাকালীন সময়ে জনগণের পাশে দাড়িয়েছি। নিজেদের সাধ্যমতো অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করার কার্যক্রম অব্যাহত রেখেছি।
কিন্তু ক্ষমতাসীন অবৈধ সরকার লুটপাটের কারণে এই দুঃসময়ে জনগণের ভাগ্য নিয়ে, তাদের জীবন নিয়ে তামাশা করছে। দেশের স্বাস্থ্য বিভাগ সম্পহৃর্ণ ধ্বংস করেছে। এ অবস্থা চলতে থাকলে দেশ ও জাতির জন্য দূর্ভাগ্য ছাড়া আর কিছুই জুটবে না। তাই আমাদেরকে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক সাধু। উপস্থিত ছিলেন জেলার ড্যাব সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক শানু, জিয়াউল হক শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, প্রচার সম্পাদক একেএম মনিরুল হকসহ আরো অনেকে।
# /এডিজেড /একে/ দূরবীণ নিউজ।