দূরবীণ নিউজ প্রতিবেদক:
জয়েন্ট স্টক ( যৌথমূলধন) কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরের উপ-নিবন্ধক আসামী রণজিৎ কুমার রায় (৫৪) এবং তার স্ত্রী শেলী হাওলাদারের (৪৫) বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট শাখায় মামলা দুইটি দায়ের করেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।
দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, কমিশনের সম্পদ বিবরণীর নোটিশের পর আসামী রণজিৎ কুমার রায় এবং তার স্ত্রী শেলী হাওলাদার ২০১৯ সালের ২১ আগস্ট তাদের সম্পদের হিসেব দাখিল করেন।
কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে রণজিৎ কুমার রায় ৯ লাখ ১৫ হাজার ৩৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা বিবরণী দাখিল করেন। এছাড়ুাও তিনি দুর্নীতিমূলক কর্মকান্ড ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে আরো ৬২ লাখ ৭৮ হাজার ২৩৮ টাকা মূল্যের সম্পদ অর্জন পূর্বক দখলে রেখেছেন।
যা দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আর এই অপরাধে তার বিরুদ্ধে উক্ত ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা রেকর্ড করা হয়েছে।
অপর দিকে রণজিৎ কুমার রায়ের স্ত্রী শেলী হাওলাদারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৪৮৬ টাকার সম্পদ অর্জনপূর্বক দখলে রাখার অপরাধে পৃথক আরো একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দন্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়েছে। # কাশেম