দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ জুনিয়র আইনজীবীরা আদালতে প্রাকটিস থেকে বিরত রয়েছেন। ফলে অনেক আইনজীবীই আর্থিক সংকটে পড়েছেন এবং আর্থিক কষ্টে আছেন তারা।
এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সমস্যাগ্রস্ত আইনজীবীদের কষ্ট লাঘবে স্বল্পসুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুরে ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আট তলা ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ র্কমর্কতা ড. মো. রজোউল করমি গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান ভিডিও কনফারেন্সিং আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বঙ্গবন্ধু হত্যা মামলা , জেল হত্যা মামলা এবং একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের বিচার হয়েছে।
তিনি বলেন, অপরাধীদের সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। কেউ আইনের উর্ধ্বে নয়, এই দেশে সকলকেই আইন মানতে হবে এবং এর ব্যত্যয় ঘটালে তার বিচার হবে।
তিনি বলেন, দুই হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ে যে ই-জুডিসিয়ারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটাও বাস্তবায়ন হবে। ন্যায়বিচার নিশ্চিত করলে জনগণ এসব কাজের সুফল পাবেন।
তিনি বলেন, বর্তমানে ৩৭ লাখ মামলা জট রয়েছে। এই মামলা জট কমানোর চেষ্টা চলছে। জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া না গেলে তার পরিণতি কি হবে সেটা মুখে উচ্চারণ করাও উচিত নয়।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। সরকার জেলায় জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবন নির্মাণ করে দিচ্ছে। বিচারকদের সঠিকভাবে মূল্যায়ন করে তাদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন। কারণ শেখ হাসিনা মনে করেন বিচারকরা আর্থিকভাবে স্বচ্ছল থাকলে তাঁরা কাজে মনোনিবেশ করতে পারবেন এবং জনগণ সুষ্ঠু বিচার পাবেন।
ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর ১ ও ৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে মনজুর হোসেন ও মজিবুর রহমান চৌধুরী (নিক্সন),আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এওএম খালেদ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান স ালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা। # কাশেম