দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ভাইস চ্যান্সেলর এবং খ্যাতিমান অর্থনীতিবিদ ড.খন্দকার মুস্তাহিদুর রহমান আজ শুক্রবার (২০ আগস্ট) বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সামাজিক ডোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এক আবেগময় স্ট্যাটাস দিয়েছেন, শ্রদ্ধেয় মুস্তাহিদ স্যার আজ আমাদের ছেড়ে চলে গেছেন, এটা ভাবতে খুব কস্ট হচ্ছে। তিন মাস আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। এরপর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং কিছুদিন পর তাঁর করোনা নেগেটিভও হয়। কিন্তু লং কোভিড জটিলতায় তিনি আর বাঁচতে পারলেন না।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মীত বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে দেশের সবচেয়ে উচুঁ শহীদ মিনার তাঁর হাতেই উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছিল তাঁর অতুলনীয় ভূমিকা।
মুস্তাহিদ স্যার একজন অসাধারণ শিক্ষকই ছিলেন না, একজন অমায়িক ও সজ্জন মানুষ ছিলেন। আমার বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন ১৯৮১ সালের পর থেকেই তাঁর স্নেহ পেয়ে এসেছি। এরমধ্যে তাঁর পরিবারের সঙ্গে আমাদের আত্মীয়তাও হয়। তিনি আমার ছোট বোনের চাচা শ্বশুর। মহান আল্লাহ স্যারকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসীব করুন, এ দোয়া করছি।
এদিকে অনলাইন নিউজপোর্টাল ‘দূরবীণ নিউজ ২৪.কম’ পরিবারের পক্ষও এই মহান স্যারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জনানো হচ্ছে।
/ কাশেম