দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হওয়ায় খুলনা বিভাগে চিকিৎসকসহ ৬২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরগেত ১৪ অক্টোবর পাঠানো এ নির্দেশনাটি খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসে পৌঁছেছে। আইনে এ ধরনের অপরাধে অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
জানা যায়, খুলনা বিভাগে জন্ম তারিখ পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, স্ত্রীর নামের পরিবর্তন, নিজের নাম, বাবার নাম এবং মায়ের নামের পরিবর্তনসহ নানাভাবে একাধিকবার ভোটার হওয়ার প্রমাণ মিলেছে। একাধিকবার ভোটার হওয়ার ঘটনা সব থেকে বেশি খুলনা জেলায়- ২৩ জন। এরপর বাগেরহাটে ১৪ জন, সাতক্ষীরায় ১৩ জন, নড়াইলে ৩ জন, কুষ্টিয়া, যশোর, মাগুরা ও মেহেরপুর জেলায় দু’জন করে এবং চুয়াডাঙ্গায় একজন।
মোট ৬২ জনের মধ্যে নারী ভোটার রয়েছেন ১৪ জন। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইতোমধ্যে যারা একাধিকবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের শুরু হয়েছে। এই তালিকা পরবর্তীতে আরও বাড়বে কিনা এটা বলা যাচ্ছে না। প্রত্যেক উপজেলার কর্মকর্তা এবং থানা অফিসাররা বাদী হয়ে মামলা করবেন।# সূত্র : ইউএনবি