দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশে গণপরিষদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ।
রোববার (১৭ মে) এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। গণমাধ্যমকে এই তথ্য জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়য়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন ।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “অধ্যাপক মমতাজ বেগম ছিলেন দেশের একজন সূর্য সন্তান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছ থেকে রাজনীতি করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। এ দেশের রাজনীতি, স্বাধিকার আন্দোলন ও সমাজ সেবামূলক কর্মকান্ড তাঁকে ইতিহাসে অমর করে রাখবে। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়।”# প্রেস বিজ্ঞপ্তি ।