দূরবীণ নিউজ প্রতিবেদক :
দেশের নগর ও অঞ্চল পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)-র সম্পৃক্ত সকল পরিকল্পনাবিদদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানারো হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.) এর উদ্যোগে ১৩ জুন (শনিবার) বেলা ১১ টায় অনলাইন প্লাটফর্মে ‘জাতীয় বাজেট ২০২০-২১: পরিকল্পনাগত পর্যালোচনা’ শীর্ষক একটি ই-আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বি.আই.পি.-র প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ সভাপতিত্বে এবং সঞ্চালনায় ব্র্যাক এর বর্তমান চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর উপ-প্রধান এবং ইউএনডিপি বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক পরিকল্পনাবিদ ড. মোঃ তৈয়বুর রহমান, বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার (উন্নয়ন শাখা) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যনার্স এর সহ-সভাপতি পরিকল্পনাবিদ ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গণতান্ত্রিক বাজেট আন্দোলন এর সহ-সভাপতি পরিকল্পনাবিদ আমানুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যনার্স এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।
পরিকল্পনা সংলাপটি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রেস বিজ্ঞপ্তি ।