দূরবীণ নিউজ প্রতিবেদক :
চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন একটি রাস্তায় নিম্নমানের কাজ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
রোববার (২৩ ফেব্রুয়ারি ) দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) অভিযোগ আসে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গ্রামে অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ সম্পাদিত হচ্ছে।
দুদকের পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চত করেছেন। তিনি আরো জানান, তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া একটি এনফোর্সমেন্ট টিম সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগস্থল পরিদর্শন করেন।
অভিযানকালে উক্ত সড়কে খারাপ ইটের খোয়া নিচে দিয়ে তার উপরে ভালো ইট দেখিয়ে নির্মাণ করা হচ্ছে মর্মে পরিলক্ষিত হয়।
সার্বিক বিবেচনায় রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের মর্মে সমন্বিত টিমের নিকট প্রতীয়মান হয়। এ অনিয়মের জন্য মূলত সংশ্লিষ্ট ঠিকাদার দায়ী হলেও এলজিইডি কর্তৃপক্ষের তদারকিতে যথেষ্ট ঘাটতি রয়েছে মর্মে অভিযানকালে দুদক টিম জানতে পারে।
দুদকের পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়াও সরকারি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এবং পরীক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।
দুদক হটলাইনে আগত ৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৬ উপজেলা নির্বাহী অফিসারকে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে। # কাশেম