দূরবীণ নিউজ প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার ও নিম্নমান সহকারীর বিরুদ্ধে রেকর্ডরুমের বালাম বইয়ের পৃষ্ঠা প্রতারণামূলকভাবে গায়েবের অভিযোগে ওই অফিসে অভিযান চালিয়েছে দুদক রাজশাহীর সমন্বীত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুদক,রাজশাহীর সজেকা একটি এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেছেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক।
তিনি জানান, আজ দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ড ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রতারণামূলকভাবে বালাম বই এর পৃষ্ঠা পরিবর্তনের প্রমাণ পাওয়া গিয়েছে। এ প্রতারণার সাথে কারা জড়িত তা সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
তিনি আরো জানান, এদিকে জামালপুর জেলায় অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের উপব্যবস্থাপকের বিরুদ্ধে তরল এমােনিয়া গ্যাস সিলিন্ডার বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযােগে প্রেক্ষিতে দুদকের অপর একটি অভিযান পরিচালনার করেছে। দুদক, সজেকা-টাঙ্গাইলের এনফোর্সমেন্ট টিম এই বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
#