দূরবীণ নিউজ প্রতিবেদক:
চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমীর বদলে জেল খাটা নিরপরাধ মিনুকে জামিনের আবেদনের শুনানি শেষে হাইকোর্টে আগামী ৫ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট আগামী ৫ এপ্রিলের মধ্যে সাজা প্রাপ্ত আসামি কুলসুমের পক্ষে আপিলের জন্য ইকবাল হোসেনের সঙ্গে নথি নিয়ে যারা যোগাযোগ করেছেন এবং পরে নথি ফেরত নিয়ে গেছেন, তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বরও দাখিল করতে বলেছেন।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
তিনি জানান, ৩১ মার্চ আলোচিত ঘটনা হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এদিকে আজ বৃহস্পতিবার উচ্চআদালতে ভার্চ্যুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। আর মূল আসামি কুলসুমের আপিলের পক্ষের আইনজীবী ইকবাল হোসেন।
জানা যায়, গত ২৪ মার্চ মিনুর বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা উপ-নথি পাঠিয়েছেন।
চট্টগ্রামে একটি হত্যা মামলায় বিচারিক আদালত মূল আসামি কুলসুমকে যাবজ্জীবন জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের জেল দেন। কিন্তু আদালতে আত্মসমর্পণ করে জেল খাটছেন মিনু। বিষয়টি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান আদালতের নজরে আনেন।
গত ২২ মার্চ সকালে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে পিডব্লিউ মূলে মিনুকে আদালতে হাজির করা হয়। পরে জবানবন্দি শুনে এ মামলার আপিল উচ্চ আদালতে বিচারাধীন থাকায় মিনুর উপ-নথি ২৩ মার্চ হাইকোর্টে পাঠানোর আদেশ দেন।/