দূরবীন নিউজ প্রতিবেদক
বহুল আলোচিত চট্টগ্রামের হাটহাজারীতে ২০০৩ সালে তিন ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়া ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনেরে নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার(২৬ অক্টোবর) এ রায় দিয়েছেন। হাএকার্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি নিয়ে এ রায় দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ^জিত দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আশরাফ-উজ জামান খান ও শিরিন আফরোজ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ২০০৩ সালের ২৬ মে দিবালোকে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামের তিন সহোদর ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই কাজী মফজল মাস্টার ওই সময় ২২ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন।
এ মামলায় বিচার চলাকালীন ১ জন মারা যায়। বাকী ২১ আসামির বিচার শেষে চট্টগ্রামের আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর ৮ জনকে খালাস দেয়। এরপর মামলাটি হাইকোর্টে এলে বিচার শেষে হাইকোর্ট সাজাপ্রাপ্ত ১৩ আসামির সকলকেই খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘ওই আপিলে শুনানি নিয়ে আপিল বিভাগ আজকে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আর বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া তিনজনের সাজা বহাল রাখা হয়েছে।’