দূরবীণ নিউজ ডেস্ক :
চট্টগ্রামের হাটহাজারীতে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার (১৫ মে) দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য। গত ২৬, ২৭ ও ২৮ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৬ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
#