দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং বিপুল পরিমাণ পলিথিন উদ্ধারসহ ১০ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ভেজাল বিরোধী অভিযান এবং চা ল্যকর অভিযান ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন ও মজুদ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় এবং বাজারজাত করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর দুপুর ২ টা পর্যন্ত ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযানকালে ১) জে কে এন্টারপ্রাইজ, ২) ফ্রেশ রোল, ৩) মেসার্স শাওন এন্টারপ্রাইজ, ৪) আনোয়ার এন্টারপ্রাইজ এবং ৫) নাম বিহীন একটি প্রতিষ্ঠান হতে ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে (যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা)।
এই অবৈধ পলিথিন বিক্রয় এবং বাজারজাত করণের সাথে জড়িত ১) মোঃ বাচ্চু (৩০), ২) মোঃ শহিদুল ইসলাম (২৬), ৩) মোঃ রফিকুল ইসলাম (২৫), ৪) মোঃ মিজানুর রহমান (৩০), ৫) মোঃ আলাউদ্দিন (২৯), ৬) মোঃ উজ্জল (৩০), ৭) মোঃ আলামিন (২৩), ৮) মোঃ রাসেল (২৬), ৯) মোঃ রিপন (৪৫) এবং ১০) মোঃ শহিদ (৫০)দের গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানগুলো সীলগালা করে দেওয়া হয়।
আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ পলিথিন বিক্রয়, বাজারজাত করণ এবং এই পলিথিন হতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছে। যা মারাত্মক স্বাস্থ্য ঝুকি এবং পরিবেশ বিপর্যয়ের কারনও বটে। # প্রেস বিজ্ঞপ্তি ।