দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর তুরাগ থানাধীন এলাকা হতে বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাদের নকল সীল, বিপুল পরিমান নকল পুলিশ ক্লিয়ারেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্রসহ (বিআরটিএ) সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ জন মূলহোতা গ্রেফতার।
সোমবার (৩১ আগস্ট) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ পক্ষ থেকে গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন এলাকায় একটি প্রতারক চক্র বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাদের নকল সীল, বিপুল পরিমান নকল পুলিশ ক্লিয়ারেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট বিকেল টায় সময় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, ১) মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা-আব্দুল কাদের, সাং-চরনোয়াবাদ ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলা বর্তমান বাসা নং-৭১ আনোয়ারবাগ, থানা-দক্ষিণখান, ডিএমপি, ঢাকা।
২) মহসিন সাব্বির (৫০), পিতা-মৃত আজিমুদ্দীন, সং-বাসা নং-১৫, রোড নং-৪/ডি বøক বি, থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা।
৩) মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মোঃ আব্দুল হক, সাং-কবি রুপসা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান বাসা নং-৪৭, রোড নং-১৮, সেক্টর-৩, থানা-উত্তর, ডিএমপি, ঢাকা।
দেরকে তাদের নিজস্ব অফিসে জাল কাগজপত্র আদান প্রদানকালে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদের অফিস তল্লাশী করে বিভিন্ন ব্যক্তির ভিন্ন নামীয় লার্নার্স ড্রাইভিং লাইসেন্স ১৩০ টি, বিভিন্ন ব্যক্তির গাড়ি চালানোর অস্থায়ী অনুমতি পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র ৫৫ সেট, নকল পুলিশ ক্লিয়ারেন্স ২০ সেট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন পত্র ৫ সেট, পুলিশ কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন ০৭ সেট, ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম ০৭ সেট, বিআরটিএ কর্তৃপক্ষসহ বিভিন্ন নামের সীল ০৪ টি এবং নগদ ৬২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তুরাগ থানাধীন এলাকায় একটি অস্থায়ী অফিস স্থাপন করে উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশ (জেলা বিশেষ শাখা), বিআরটিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সীল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নাম করে সাধারণ জনগণের নিকট হতে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।