দূরবীণ নিউজ প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক যুগ্ম-সচিব এম রাহাতুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সরকারি তহবিলের ৮২ লাখ৩৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। মামলয় অপর আসামীরা হলেন; গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান।
দুদকের এজাহার উল্লেখ, গাজীপুর সিটি করপোরেশনের ৩টি ব্যাংক হিসাব থেকে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের বিপরীতে ৭টি চেক ইস্যু দেখান আসামীরা। ওই চেকের বিপরীতে গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ অফিসার মো. নজরুল ইসলাম অপর আসামীদের সহায়তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের টঙ্গী শাখা থেকে সরকারি তহবিলের ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা বিভিন্ন সময় উত্তোলন করে আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ /৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করেছে দুদক। #