দূরবীণ নিউজ ডেস্ক :
নির্বিচারে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মে)‘ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুর সহিংসতা ও নিপীড়ন’ থামানোর জন্য বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের কাছে দাবি জানান।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে গিয়ে ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দেন।
যেসব সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে সেগুলো হলো- প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, ফ্রেন্ডস অব আল-আকসা, প্যালেস্টিনিয়ান ফোরাম ইন ব্রিটেন, স্টপ ওয়ার কোয়ালিশন, ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন।
সংগঠনগুলোর মুখপাত্র বলেন, ‘যুক্তরাজ্য সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া অতি জরুরি।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুর সহিংসতা ও নিপীড়ন এবং অপরাধীদের শাস্তি এড়িয়ে যাওয়া থামাতে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
সংগঠকদের পক্ষ থেকে আরও বলা হয়, গাজায় বোমা হামলায় ‘শিশুসহ যে বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে তা যুদ্ধাপরাধ। ইসরায়েলকে সামরিক, কূটনৈতিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার মাধ্যমে যুক্তরাজ্য সরকার এই অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’
এদিকে বিক্ষোভস্থল থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের নয়জন পুলিশ সদস্য বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় আহত হয়েছেন।
সহিংসতায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নয়জনকে আটক করে। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের দায়ে আটক করা হয় আরও চারজনকে। এদের সবাইকে হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#