দূরবীণ নিউজ প্রতিনিধি :
গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে পুনঃ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২১ জুন) এ বিষয়ে স্ব-প্রণোদিত রুলের শুনানি শেষে হাইকোর্টের নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বে দুর্নীতি দমন কমিশনকে এ আদেশ দেন।
উচচ আদালত আদেশে বলেছেন, আগের কর্মকর্তা বাদ দিয়ে পুনঃ অনুসন্ধানে নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। দুদকের আইনজীবী প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানালে সেটি আদালত নাকচ করে দেন। এটি আদালত অবমাননার মামলা নয়। পর্যবেক্ষণে আদালত বলেছেন, রিপোর্ট করতে সাংবাদিকের সোর্স জানতে চাইনি।
গত বছরের ২ মার্চ ‘একটি জাতীয় দৈনিক’পত্রিকায় ২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে ‘দুদক স্টাইল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে আদালত দুদকের নথিপত্র তলব করেন। পাশাপাশি প্রতিবেদককে তার তথ্যউপাত্ত দিয়ে সহযোগিতা করতে আদেশ দেন হাইকোর্ট। উভয়পক্ষের নথিপত্র আদালতে উস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতে আজ সাংবাদিকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলী। #