দূরবীণ নিউজ প্রতিনিধি :
ঋণ জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ’মেসার্স ক্রিসেন্ট ট্যানারীজ লিমিটেড’ এফডিবিপি ও প্যাকিং ক্রেডিট বাবদ ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক লি: ইমামগজ্ঞ শাখার কর্তকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুদকের উপ পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধি ১৮৬০ এর ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), (৩) ধারায় চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেনে। মামলা নম্বর-২১।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামীরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগশাজসে বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ’মেসার্স ক্রিসেন্ট ট্যানারীজ লি.’ নামে ঋণ মঞ্জুর করে ওই ঠাকা আত্মসাৎ করেছেন। ওই প্রতিষ্ঠানরটি বিদেশে পণ্য রপ্তানি না করে ভুয়া ডকুমেন্ট দেখিয়ে জনতা ব্যাংক ইমামগজ্ঞ শাখার কর্মকর্তাদের সহযোগিতায় এফডিবিপি- ১৫ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৫৩৯ টাকা এবংপ্যাকিং ক্রেডিট বাবদ ৫২ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৫৮১ টাকাসহ মোট ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা উত্তোলন করেন।
আরও অভিযোগ রয়েছে, জনতা ব্যাংক লি: এর প্রধান কার্যালয়ের শতার্দি লঙ্ঘন করে জালিয়াতির আশ্রয় নিয়ে ওই প্রতিষ্ঠানটি রপ্তানি ঋণ সুবিধা গ্রহণ করেছেন। পরিকল্পিতভাবে আসামীরা ক্রিসেন্ট ট্যানারীজ লিমিটেডের অনুকুলে পণ্য রপ্তানি না করেও ভুয়া ডকুমেন্ট দেখিয়ে পুরো মঞ্জুরীকৃত ঋণের অর্থ কৌশলে স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করেছেন।
মামলায় অভিযুক্ত ১৬ জন হলেন;১) মেসার্স ক্রিসেন্ট ট্যানারীজ লি.এর চেয়ারম্যান এম.এ কাদের,২) ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুলতানা বেগম, ৩) পরিচালক রেজিয়া বেগম, ৪) জনতা ব্যাংক লি: প্রধান কার্যালয়ের হিউম্যান রির্সোসেস ডিভিশনের কর্মকর্তা (সংযুক্ত) মো. আব্দুল্লাহ আল মামুন,৫) জনতা ব্যাংকের সিনিয়র হিউম্যান রির্সোসেস ডিভিশনের কর্মকর্তা (সংযুক্ত) মো. মনিরুজ্জামান, ৬) হিউম্যান রির্সোসেস ডিভিশনের কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা (সংযুক্ত) মো. সাইদুজ্জামান, ৭) হিউম্যান রির্সোসেস ডিভিশনের প্রিন্সিপাল কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, ৮) সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাগরেব আলী, ৯) হিউম্যান রির্সোসেস ডিভিশ নের এসপিও (সংযুক্ত) মো. খায়রুল আমিন , ১০) হিউম্যান রির্সোসেস ডিভিশন (সংযুক্ত) এজিএম মো. আতাউর রহমান সরকার, ১১) হিউম্যান রির্সোসেস ডিভিশন (সংযুক্ত) ডিজিএম এ কে.এম আসাদুজ্জামান, ১২) হিউম্যান রির্সোসেস ডিভিশন (সংযুক্ত) ডিজিএম মুহাম্মদ ইকবাল, ১৩) জনতা ব্যাংক লি: ঢাকা-দক্ষিণ, বিভাগীয় কার্যালয়ের জি.এম মো. রেজাউল করিম, ১৪) জনতা ব্যাংক লি: এর প্রধান কার্যালয়ের ডিজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, ১৫) তৎকালীন জিএম জনতা ব্যাংক লি: বর্তমানে সোনালী ব্যাংক লি: এর ডিএমডি মো. জাকির হোসেন এবং ১৬) তৎকালীন জিএম, জনতা ব্যাংক লি: বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক লি:এর ডিএমডি ফখরুল আলম। #