দূরবীণ নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উপকন্ঠে কেরানীগজ্ঞে জিনজিরা ইউনিয়নে ছাটগাঁও এলাকায় প্রভাবশালী ‘রুবেল গংএর’ বিরুদ্ধে অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী সারোয়ার হোসেন বুশরা এবং তার বড় বোন সামিরা সাদেকের দুই শতাংশ জমিসহ একটি দোতালা বাড়ি দখলের পাশাপাশি ভিকটিমদের প্রাণনাশের অভিযোগ পাওয়া হগছে।
আর এই ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি কেরানীগজ্ঞ মডেল থানায় ‘রুবেল গংদের’ বিরুদ্ধে একটি সারাধণ ডাইরি (জিডি) নম্বর- ১৩৫৫ দায়ের করেছেন ওই পরিবারের সদস্যরা।
এদিকে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে বাংলাদেশ ক্র্যাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই দুই বোন এবং তাদের বৃদ্ধ মা সাবিনা ইয়াসমিন ‘রুবেল বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন,এর আগে ‘রুবেল গং দের বিরুদ্ধে বাড়ি দখলের বিষয়ে ঢাকা-৩ আসনের এমপি এবং বিদ্যুৎ, জ্বালানী ওখনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে গিয়ে তার সহযোগিতা চান। পরে প্রতিমন্ত্রী উভয় পক্ষের অভিভাবকদের ডেকে এই বিষয়টি নিষ্পত্তির জন্য কেরানীগজ্ঞ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেনকে দায়িত্ব দেন।
দায়িত্বপ্রাপ্তরা গত ২৪ ফেব্রুয়ারি উভয় পক্ষের লোকজনকে নিয়ে বৈঠক করেন এবং রুবেল-গংদেরকে ওই বাড়ির দখল ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবেল-গংরা বাড়ির দখল না ছেড়ে, উল্টো শালিশদারদের বিরুদ্ধে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে’ নানা ধরনের মন্তব্য প্রকাশ করেন। একই সাথে ওই ভিকটিমদেরকে বাড়ির আশে পাশেও যেতে দিচ্ছেন না এবং তাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছন। এই পরিস্থিতিতে তারা নিরুপায় হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।/