দূরবীণ নিউজ প্রতিবেদক:
মানবপাচার ও অর্থপাচারের মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ এর এমপি মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে সাজার রায়ের কপি পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ওই রায়ের কপি বাংলাদশ সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছেন, ৬১ পাতার রায়ের কপি তারা পেয়েছেন। ইতোমধ্যে ওই রায়ের কপি সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।কুয়েতেও রায় আসতে অনেক দেরি হয়েছে। এজন্য বাংলাদেশ সরকার খুব পেরেশানিতেেলেন। রায়ের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকিটুকু তারা সিদ্ধান্ত নেবেন।
সংসদ সদস্যপদ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) বলে লাভ নেই। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সংসদের একটি রীতি আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পাপুল দূতাবাসের কাছে কোনও আইনি সহায়তা চায়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাপুল সেখানে ব্যবসায়ী হিসেবে অবস্থান করতেন, ‘তিনি আমাদের কোনও কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাননি এবং আমাদের মিশনের কোনও সাহায্য তিনি চাননি।’/#