দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর কামরাঙ্গীরচরে প্রাণঘাতি করোনা রোগী শনাক্ত হয়েছে। পেশায় সবজি বিক্রেতা ওই রোগী নাম ওবায়দুল হোসেন। ঠিকানা পশ্চিম রসুলপুর চাঁদ মসজিদ এলাকা।
দুই তিন দিন ধরে ওই ব্যক্তিরর জ্বর ছিল। তিনি নিজেই ঢাকা মেডিকেলে পরীক্ষা করেছেন এর পরে করোনা পজেটিভ এসেছে । তার এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী আছে।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার । তিনি জানান, পুরো এলাকা লক ডাউন করে দেয়া হয়েছে এছাড়া বাজার পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে। # কাশেম