দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের ভেতরে ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে ছে বেইজিং নগর কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রীত পিপল’স ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
গত ৬ দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ।
নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরো জানা যায়, চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে ৮২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস থেকে অনেকটা নিজেদের রক্ষা করতে পেরেছে চীন।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের একের পর এক আঁটসাঁট পদক্ষেপ নিচ্ছে চীনের রাজধানী বেইজিং শহরের কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। # সূত্র- ডিএমপি নিউজ।