দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকা সহ শে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ৯ জনের মৃত্যূ হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। বর্তমানে বাংলাদেশ মোট ১০৪ জনের মৃত্যু হযেছে। মোট আক্রান্ত ৪, ৯৯৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরের মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান ।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২২টি, পরীক্ষা করা হয়েছে ৩৩৩৭টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ৯ জনের মধ্যে পাঁচজন নারী এবং বাকি চারজন পুরুষ। তাদের মধ্যে ঢাকার তিনজন এবং বাকিরা ঢাকার বাইরের।
মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, সাতজনের বয়স ৭০ বছরের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব আছেন একজন।
নাসিমা সুলতানা আরো জানান, দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলায়ই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।, নতুনভাবে আক্রান্ত হয়েছে বরিশাল ও নাটোর জেলায়। বাদ আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম