দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরার্সের মহামারিতে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স এগেই্নস করাপশনের (র্যাক/RAC)’ সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বর্তমান কমিটির পক্ষ থেকে সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের লোকজনের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। পাশাপাশি সদস্যদের কল্যাণেও বর্তমান কমিটির আন্তরিকতার শেষ নেই।
আজ রোববার (১১ এপ্রিল) র্যাকের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আর তা হলো- চলমান কভিড পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং হাই-ফ্লো অক্সিজেনের প্রয়োজনে সাপোর্ট দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। র্যাক সদস্যদের সুবিধার্থে দেশের বৃহৎ এবং সবচেয়ে উন্নত মানের আইসিইউ/সিসিইউ/এনআইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স ‘মাহিম’-এর সাথে ২৪ ঘন্টার সার্বক্ষণিক সেবার সুবিধার্থে চুক্তিবদ্ধ হয়েছেন নেতৃবৃন্দ।
আর এই চুক্তির ফলে র্যাক/ RAC-এর রেফারেন্সে যেকোন সময় এই সংগঠনের সদস্যরা ‘মাহিম’ অ্যাম্বুলেন্স কে ফোন করে সেবা নিতে পারবেন। অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সের ভিতর হাই-ফ্লো অক্সিজেনে সহ সম্পূর্ণ আইসিইউ সেটআপ করা। হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত টানা ৭২ ঘন্টা (৩ দিন) একজন রোগীকে ব্যাকআপ দিতে সক্ষম এসব অ্যাম্বুলেন্স।
প্রয়োজনে অ্যাম্বুলেন্স ‘মাহিম’এর পরিচালক মোক্তার হোসেনকে- 01719228739- ফোন করেন। তাকে ফোন করলেই সময় মতো অ্যাম্বুলেন্সের চলে আসবে ইনশাল্লাহ। RAC-সদস্যদেরকে বিশেষ অ্যাম্বুলেন্সের ফোন নাম্বারটি সংগ্রহে রাখার অনুরোধ জানানো হচ্ছে।
আরো ঘোষণা রয়েছে, জরুরি চিকিৎসা এবং হাসপাতাল সংক্রান্ত যে কোনো প্রয়োজনে র্যাক/ RAC-এর সভাপতি মহি উদ্দিন,সাধারণ সম্পাদক আহমেদ ফয়েজ এবং সাংগঠনিক সম্পাদক ডা. শাফিউদ্দিনকে যে কোন সময় ফোন করার অনুরোধ রইল। মূল কথা হলো,সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন, নিজেরা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং অপরকেও সুস্থ ও নিরাপদে থাকতে সহযোগিতা কবরবেন।
# কাশেম