দূরবীণ নিউজ ডেস্ক :
বৈশ্বিক মহামারী করোনায় সারা বিশ্বে মৃত্যূ ৩ লাখ ৬২ হাজার ৩৯১ জন। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ ২২ হাজার ৭৮১ জন মানুষ।
তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৫ হাজার ৮০৫ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৬৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ লাখ ৯২ হাজার ৬৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।
আমেরিকায় আক্রান্ত ১৭ লা ৬৮ হাজার ৪৬১ জন, মৃত্যূ ১ লাখ ৩ হাজান ৩৩০ জনের। ব্রাজিলে আক্রান্ত ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন, মৃত্যূ ২৬ হাজার ৭৬৪ জনের। রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন, মৃত্যূ ৪ হাজার ৩৭৪ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন, মৃত্যূ ২৭ হাজার ১১৯ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৪০ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। #