আবুল কালাম আজাদ, দূরবীণ নিউজ :
বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোস্তাফিজুর রহমানের স্ত্রী তাহেরা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার শুরুতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। হঠাৎ অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।
তবে তাঁর মৃত্যু করোনায় হয়েছে কী না জানতে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এরই মধ্যে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
তাঁর নামাজে জানাজা বৃহস্পতিবার (১১ জুন) বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে । # কাশেম