দূরবীণ নিউজ প্রতিবেদক:
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও তার স্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, গত তিন চারদিন আগে তাঁর খুশখুশে কাশি হচ্ছিলো। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করান। গত শনিবার রাতে পজিটিভ রেজাল্ট আসে।
রোববার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্তের খবরটি ব্যাপক প্রচার হচ্ছে।
সারওয়ার আলম বলেন, তাঁর শরীরে অন্য কোনো সমস্যা নেই। জ্বর, মাথাব্যথা নেই। খাবার খেতেও সমস্যা হচ্ছে না। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি জাতীয় ওষুধ খাচ্ছেন ও গরম পানির ভাপ নিচ্ছেন। তাঁর স্ত্রীর আগে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনিও সুস্থ হয়ে উঠেছেন। তার পক্ষ থেকে সবার কাছে দোওয়া কামনা করা হচ্ছে। # কাশেম।