দূরবীণ নিউজ প্রতিবেদক:
বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ও বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহযোগিতায় আজ বুধবার থেকে ডিআরইউ সদস্যদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) ডিআরইউ কার্যালয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এ ব্যাপারে এক সমঝোতা স্বারক সাক্ষরিত হয়। চুক্তির শর্তানুসারে ডিআরইউ’র কোন সদস্য করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে হাসপাতালে যাতায়াতের জন্য এই অ্যাম্বুলেন্স সার্ভিস গ্রহণ করতে পারবেন। এছাড়া অন্য কোন ক্ষেত্রে এ সার্ভিস প্রযোজ্য হবে না।
ডিআরইউ অ্যাম্বুলেন্স সার্ভিস গ্রহণের জন্য যোগাযোগ করতে ফোন করুন-ডিআরইউ সহ-সভাপতি ও কুইক রেসপন্স টিমের আহবায়ক ওসমান গণি বাবুল-০১৫৫২৫৪১৪৮০, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল-০১৭১৯০১৪৪৩১, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ-০১৭৫৩৮৯৪৭৭২, কল্যাণ সম্পাদক ও কুইক রেসপন্স টিমের সদস্য সচিব খালিদ সাইফুল্লাহ-০১৭১৭৮১৩০১২ ও কার্যনির্বাহী সদস্য-এমএম জসিম-০১৮৮৯৬৮৭৫৫৫।
সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এমএম জসিম, কুইক রেসপন্স টিমের সদস্য আমিনুল ইসলাম মল্লিক ও মুহাম্মদ আখতারুজ্জামান, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: বাদল মাদবর, সহ-সভাপতি মো: দবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: উজ্জল হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মো: নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: নাছির হোসেন প্রমুখ।
# প্রেস বিজ্ঞপ্তি ।