দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনার আতঙ্কে ভারতের দিল্লি ও কলকাতাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ প্রয়োজনীয় যাত্রী পাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনাভাইরাসের সংক্রমণের জেরে এবং যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ থেকে দিল্লি ও কলকাতাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট কিনেছেন- চাইলে রিফান্ড নিতে পারবেন। অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সেসব ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে। # কাশেম