দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাকালে আবার সাংবাদিক-কর্মচারীদের ওপর নির্যাতন ও ছাঁটাইয়ের পায়তারা শুরু হয়েছে। দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের ছাটাইয়ের পায়তারা চলছে।
সম্প্রতি ওই পত্রিকা কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পত্রিকাটিতে গভীর উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। আর এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
শনিবার (১৩ মার্চ) ডিইউজের একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সই করা বিবৃতিতে দৈনিক জনকণ্ঠর মালিক পক্ষকে হুঁশিয়ার করে দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো পদক্ষেপের চিন্তা বা বাস্তবায়ন করা হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সাংবাদিক-কর্মচারীদের নোটিশের নামে হুমকি দিয়ে জনকণ্ঠে অস্থিরতা তৈরির যে পায়তারা চলছে তা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। এছাড়া আর্থিক সঙ্কটে বহু সাংবাদিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করলেও তাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।
সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। পাশাপাশি সাংবাদিক-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসে জনকণ্ঠের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন বলেও মনে করেন নেতারা।
অবিলম্বে ওয়েজবোর্ড রোয়েদাদের পরিপূর্ণ বাস্তবায়ন, বেতন বৃদ্ধি ও পদোন্নতি দেওয়ার দাবি জানায় ডিইউজে। /#