দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও আনন্দ পুরস্কারে ভূষিত হওয়া উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় জ্বালিয়েছেন আলোর মশাল।”
শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “মানবসত্তার জীবনসংগ্রামকে উপজীব্য করে আলোকিত সমাজ বিনির্মাণে তিনি লেখনীর মাধ্যমে যেমন বাংলা সাহিত্যের দিগন্ত বিস্তৃত করেছেন তেমনি জীবনের মায়া পরোয়া না করে ঘাতক-দালাল নির্মূল কমিটির মতো প্রগতিশীল বহু সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনেও তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কাছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজ চির ঋণী হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনোই পূরণ হবার নয়। এই ‘আগুনপাখি’ এর আলোকিত সাহিত্যকর্মের বিভিন্ন অনুষঙ্গে তিনি আমাদের মাঝে চির অমলিন হয়ে থাকবেন।”
শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।