দূরবীণ নিউজ ডেস্ক :
হায়রে ! আগুন মূহুর্তের মধ্যেই পুড়ে ছাই করে ফেললো অসহায় রোহিঙ্গাবাসীদের আশ্রয় নেয়া কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্প । প্রচন্ডতাপদাহের সঙ্গে বাতাসের গতি মিলে আগুনে পুড়েছে ক্যাম্পটি।
সোমবার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে লাগা আগুন দ্রুত হাজারের অধিক ঘর পুড়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার স্টেশনের কয়েকটি ইউনিট কাজ করছে বলে জানা যায়।গণমাধ্যমকে বালুখালি ক্যাম্প ৮ ই এর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, ‘ রোহিঙ্গা ক্যাম্পে অাগুন বাতাসের গতি বেশি হওয়ায় বিভিন্ন ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনসহ রোহিঙ্গা ও স্থানীয়রা।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, প্রাণহানি এড়াতে বিভিন্ন ব্লক থেকে রোহিঙ্গা সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সড়কের ওপর ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ও স্থানীয়রা অপেক্ষা করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।#