দূরবীণ নিউজ প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির অমূল্য উপহার এবং আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি এমন আচরণ করছি যে, এভাবে চলতে থাকলে একদিন মাছ আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে।
তিনি উল্লেখ করেন, জলাশয়ের সঠিক রক্ষণাবেক্ষণ না করা, অবৈধ জাল ব্যবহার, নদীতে বর্জ্য ফেলা, নিষিদ্ধ কীটনাশকের প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব,সব মিলিয়ে মৎস্য খাত গুরুতর সমস্যার মুখে পড়ছে।
ড. ইউনূস সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে মৎস্য খাত কেবল উৎপাদনেই সীমাবদ্ধ না থেকে একটি সুষ্ঠু ও টেকসই শিল্পখাত হিসেবে গড়ে ওঠে। তিনি বলেন, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু তা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। এজন্য বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্য আহরণ অন্তর্ভুক্ত করা এবং গবেষণা বাড়ানো জরুরি।
এছাড়া, প্রকৃত মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। নদীতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু পরিবর্তন মৎস্য উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, মৎস্য সপ্তাহে আয়োজিত কর্মশালা, প্রদর্শনী ও আলোচনা সভা দেশের মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নেবে, উৎপাদন ও রপ্তানি বাড়াবে এবং এ খাতকে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী শিল্পে পরিণত করবে।