দূরবীণ নিউজ প্রতিবেদক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামীর সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা এক মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে জামিন দেননি হাইকোর্ট।
আদালত তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আদালত বলেছেন, এ মুহূর্তে হেফাজতসংশ্লিষ্ট মামলায় জামিন দেব না।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (১৮ মে) এ আদেশ দেন। জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামীর কর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে গত ৮ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় রানার জামিন আবেদন আজ আদালতে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। এই শুনানিকালে আদালত এ মুহূর্তে হেফাজতসংশ্লিষ্ট মামলায় জামিন দেবেন না বলে মন্তব্য করেন। এরপর আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন।
#