দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৃহস্পতিবার (২ জানুয়ারি): বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এর আগে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে তিনি ফজিলাতুন্নেসা বাপ্পীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সকালে এক শোক বার্তায় মন্ত্রী আরও জানান, বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফজিলাতুন্নেসা বাপ্পীর অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ২০০৯ সালে ২০ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান। ২০১১ সালে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
২০১১ সাল ৬ ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন শাখায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে সংযুক্ত করে আইন মন্ত্রণালয। ২০১১ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তিনি উক্ত পদে দায়িত্ব পালন করেন ।#