দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবি ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান এম. ওয়াহিদুল হকসহ ৮ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ,ক্ষমতার অপব্যবহার, বিদেশে অর্থ পাচার ও আত্মসাতের মামলায় চার্জশিট দিচ্ছে দদুক।
বৃহস্পতিবার (৫ মার্চ ) দুদকের নীতি নিধারনী কর্মকর্তাদের এক সভায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়। ফলে যে কোনো দিন আদালতে চার্জশিট দাখিল হতে পারে।
২০১৮ সালে ২৫ জানুয়ারি দুদকের পক্ষ থেকে ডিএমপির মতিঝিল থানায় মামলা নং-৩০ দায়ের করা হয়। থানায় দন্ড-বিধির ৪০৯/৪২০/১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলাটি দায়েরকারী ও তদন্তকারী কর্মকর্তার হলেন দুদকের উপ পরিচালক মোঃ গুলশান আনোয়ার প্রধান। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান , দুদকের চার্জশিট ভুক্ত আসামিদের মধ্যেছেন; ১, এম.ওয়াহিদুল হক, সাবেক চেয়ারম্যান, এবি ব্যাংক লি:, প্রধান কার্যালয়, ঢাকা, (২) মোঃ ফজলুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লি:, প্রধান কার্যালয়, ঢাকা, (৩) শামীম আহমেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লি:, প্রধান কার্যালয়, ঢাকা, (৪) আবু হেনা মোস্তফা কামাল, সাবেক হেড অব কর্পো: ট্রেজারী , এবি ব্যাংক লি:, প্রধান কার্যালয়, ঢাকা, (৫) মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, ভি.পি, হেড অব কর্পো: ট্রেজারী , এবি ব্যাংক লি:, প্রধান কার্যালয়, ঢাকা, (৬) মোহাম্মদ লোকমান, হেড অব ওবিইউ, ইপিজেড, এবি ব্যাংক লি:, (৭) মোঃ সাইফুল হক,( মালিক/পরিচালক, আটলান্টিক এন্টারপ্রাইজ এবং স্কাই আ্যাপারেল লি:) গুলশান, ঢাকা , এবং (৮)তদন্তে আগত আসামি- সৈয়দ আফজাল হাসান উদ্দিন, পরিচালক, এবি ব্যাংক লিমিটেড।
সংক্ষিপ্ত বিবরণঃ
আসামিগণ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ভূয়া অফসোর কোম্পানিতে বিনিয়োগের আড়ালে ২০ মিলিয়ন মার্কিন ডলার ও কনসালটেন্সি ফি বাবদ ২৫ হাজার-মার্কিন ডলার সর্বমোট ২০.০২৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬৫ কোটি টাকা। এই অর্থ এবি ব্যাংক লি: এর অফসোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) শাখা, চট্টগ্রাম থেকে দুবাই এর এডিসিবি ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে দুবাইতে পাচার করে উক্ত পাচারকৃত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপনপূর্বক আত্মসাৎ করেছেস আসামিরা। ওই অপরাধে তাদেরে বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে। # কাশেম