সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

এবার দেলুর বিরুদ্ধে ফুলবাড়িয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিক্ষোভ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দেলোয়ার হোসেন ওরফে দেলু বিরুদ্ধে কঠোর রাজপথে বিক্ষোভসহ আন্দোলনে নেমেছেন। কারণ এই দেলুর সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ীদেরকে পথে বসিয়েছে। এই দেলুর কোনো ক্ষমা নেই বলে জানান ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফুলবাড়িয়া মার্কেটের সামনে বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন,
দেলুর একদল সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে মার্কেটে প্রবেশ করে উচ্ছেদ হওয়া স্থানগুলো ফের দখলে নেওয়া চেষ্টা করে। দেলু বাঁচার জন্য সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

এদিকে ওই মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের নেতৃত্বে ব্যবসায়ীরা বাধা দেন। এর আগে দেলুর লোকজন এসে বসায়ীদের কাছে প্রস্তাব করেন সিটি করপোরেশন কর্তৃক ভেঙে দেওয়া দোকানগুলো তারা আবার নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেবেন। এ জন্য তারা মেয়র থেকে অনুমোদন নিয়ে আনবেল বলেও ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন।

দেলুর লোকজনের এমন প্রস্তাবের বিরোধীতা করে মার্কেটের অন্যান্য বৈধ ও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। এই মার্কেট নিয়ে অনেক হয়েছে। তারা আর বদনাম নিতে চাননা। ভেঙে দেওয়া দোকান দখল বা পুননির্মাণ করতে দেওয়া হবে না। এসময় ব্যবসায়ীরা দেলুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে ব্যবসায়ীরা দেলোয়ার হোসেন দেলুকে ইঙ্গিত করে বলেন, আমাদের বৈধতা দিবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই টাকা কে নিয়েছে আপনারা সবাই জানেন। আমি মার্কেটের সেক্রেটারি ফিরোজ উদ্দিনকে উদ্দেশ্য করে বললো, আপনি একদিন সময় করে আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি মিছিল করেন।

আমরা সবাই সমাবেশ করে মিছিল নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা নগর ভবনে যাবো। আমরা মেয়রের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবো। যাতে করে মেয়র সাহেব আমাদের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সেই টাকাটা তুলে দেন। তাই আপনারা দলবদ্ধ থাকেন। একতার কাছে কোনও অপশক্তি কখনোই টিকে থাকতে পারেনি, পারবেও না।

সাধারণ সম্পাদক ফিরোজ সাংবাদিকদের বলেন, এই মার্কেটের অনেক দুর্নাম ছড়িয়েছে। আমরা আর এই দুর্নাম চাই না। আমরা চাই ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করো হোক। নতুন করে কোনও দখলদারকে আর যাতে কোনও সুযোগ দেওয়া না হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12