দূরবীণ নিউজ প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসস।
জানা যায় ,মঙ্গলবার ভোরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মারা যান। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেছিলেন।
মৃত্যকালে ড. জামিলুর রেজা চৌধুরীর তার বয়স হয়েছিল ৭৭ বছর । তিনি ধানমন্ডির বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন । তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য (ভিসি) এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবেও কর্মরত ছিলেন। # কাশেম