দূরবীণ নিউজ ডেস্ক :
রাশিয়ায় করোনায় আক্রান্ত একদিনে নতুন করে ১০ হাজার ৬৩৩ জন হয়েছে। রোববারের (৩ মে) হিসাবে নতুন আক্রান্ত ১০ হাজার ৬৩৩ জনসহ রাশিয়ায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। রাশিয়া ইউরোপের একমাত্র দেশ যেখানে নতুন করে সংক্রমন বাড়ছে।
তবে সরকারী হিসাবে সংক্রমনের তুলনায় মৃত্যুর হার ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় কম। রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮০ জন।
মস্কোর মেয়র সের্গেই সোবানিন বলেছেন, রাজধানীতে মহামারির সংক্রমন সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেনি। মস্কোয় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্ত ৬৪ হাজার ৬০৬ জন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল’ হয়ে উঠছে। # সূত্র : বাসস