দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে নতুন করে ৯৬৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। আরো ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন।
এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতে প্রায় একই সময়ে কোভিড-১৯ ধরা পড়েছে। ভারতে আজকের তারিখ পর্যন্ত প্রায় ৭১ হাজার লোকের কোভিড-১৯ ধরা পড়েছে। বাংলাদেশে প্রায় ১৬ হাজার শনাক্ত হয়েছে।
ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার পাঁচ শ’ লোক। বাংলাদেশে ২ হাজার ছাড়িয়েছে সুস্থতার সংখ্যা। ভারতে এখন পর্যন্ত ১৭ লাখ ৬০ হাজার মানুষের টেস্ট করা হয়েছে। বাংলাদেশে টেস্ট করা হয়েছে ১ লাখ ৩০ হাজারের মতো।
ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২৯৪ জন লোক মারা গেছেন। বাংলাদেশে মারা গেছেন ২৩৯ জন। #