দূরবীণ নিউজ ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৬২ হাজার । এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আর গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।
বুধবার একদিনেই দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে ৬১ হাজার ৮৪৮ জন, মৃত্যু হয়েছে আরো ৮৯০ জনের। আক্রান্তের এই সংখ্যা যুক্তরাষ্ট্রে এতোদিনের সংখ্যাকে পিছনে ফেলেছে। আর এরই মাঝে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩১ লাখ ৬০ হাজার ২৮৪। আর মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৯২০। যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক আক্রান্তের মাঝেও সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।
দেশটির সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো- নিউ ইয়র্ক, যেখানে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ২৪ হাজার ২৬৩ ও মারা গেছে প্রায় ৩২ হাজার ৩১১ জন। এছাড়াও প্রায় সবগুলো রাজ্য করোনায় সংক্রমিত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনের আক্রান্তের সংখ্যা নিয়ে তেমন চিন্তিত নন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। # সূত্রঃ ওয়ার্ল্ডোমিটারস