দূরবীণ নিউজ প্রতিবেদক:
মঙ্গলবার (৪ আগস্ট) ঈদের চতুর্থ দিনেও রাজধানীর যাত্রাবাড়ীর মৃধা বাড়ির রাস্তার ডিশ গলির শেষের দিকের এই বাড়ির তে ঈদের দিনের কোরবানি করা পশুর বর্জ্য পদার্থ বস্তা বন্দী করে বাড়ির সামনে পড়ে রয়েছে। স্থানীয় লোকজন ফেলে রেখেছে এবং পশু কোরবানি করার পরে তারা ঠিক মতো পরিষ্কার করা হয়নি এবং ব্লিচিং পাউডারও ছিটানো হয়নি।
ফলে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে আশপাশে বসবাস করা ছোট বাচ্চা ও বয়স্কদের। এই গলিতেই রয়েছে এলাকার মসজিদ, বর্জ্যের তীব্র গন্ধে মুসলিদের যাতায়াতে সমস্যা ও নামাজ আদায় করতে সমস্যা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি তারা দ্রুত বেবস্থা গ্রহণ করবেন। যাত্রাবাড়ী, ৬৩ নং ওয়ার্ড, মৃধা বাড়ি ডিশ গলি। অথচ যেখানে শতভাগ কোরবানীর বর্জ্য পরিস্কারের দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ বদরুল আমিন। তবে খোঁজ নিলে নগরীর অন্যান্য গলিপথে আরো আর্ব্যজনা পাওয়া যেতে পারে বলে জানান লোকজন। # কাশেম