দূরবীণ নিউজ ডেস্ক :
ঈদুল আজহার (কোরবানীর) আগে হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের মুক্তির আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক করেছে হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।
আজ সোমবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরী মন্ত্রীর বাসায় প্রবেশ করেন। বৈঠকে পুলিশসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলেননি তারা। এরও আগে ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা।
জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে সোমবার সকালে হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। রাত পৌনে ৯টার দিকে হেফাজত নেতারা ব্যক্তিগত গাড়িতে করে মন্ত্রীর ধানমন্ডির বাসায় প্রবেশ করেন। এ সময় বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।
হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর গণমাধ্যমকে জানান, বৈঠকে মাদরাসা খোলা ও হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের ঈদুল আজহার আগে মুক্তি চাইতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেছেন।
এর আগে গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে দেশজুড়ে গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়।
#