দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম এবং আল-আরাফা ইসলামী ব্যাংক লি: দিলকুশা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মো: শরিফ উদ্দিন প্রামাণিককের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে এই মামলাটি দায়রে করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-৯ ।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ একে অপরের সহযোগিতায় মেসার্স ইব্রাহীম টেক্সটাইল মিলস এর নামে পূর্বের পুঞ্জীভূত অনাদায়ী খেলাপি ঋণ থাকা সত্বেও অসৎ উদ্দেশ্যে সুতা উৎপাদনের নিমিত্ত কাচাঁমাল/তুলা আমদানির জন্য ৩৩ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা মূল্যের ৭টি এলসি উল্লিখিত প্রতিষ্ঠানের নামে খোলেন।
আসামীদ্বয় উক্ত ৭টি এলসির মাধ্যমে আমদানীকৃত তুলা দ্বারা উৎপাদিত সুতার বিক্রয় লব্ধ ওই অর্থ ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল থেকে এপর্যন্ত তারা ঋণের টাকা জমা করেননি।
ফলে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মামলা নং-৯। # কাশেম